"শাশুড়ি মানেই যে ভিলেন তা একেবারেই নয়" - bohoman
পরিচালক অনুমিতা দাশগুপ্তর ছবি 'বহমান'এ অপর্ণা সেনের পুত্রবধূর চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চ্যাটার্জি । ছবিটি মুক্তি পাবে ২৯ নভেম্বর । রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও ব্রাত্য বসু । ছবিতে সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে । ETV ভারত সিতারার মুখোমুখি হয়ে সে সব কথা বলার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের কথাও তুলে ধরেছেন অর্পিতা চ্যাটার্জি ।