সাক্ষাৎকার : সোহিনী সরকার - vinci da
আজ মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ভিঞ্চি দা। সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অভিনেত্রী সোহিনী সরকারকে। সোহিনীর চরিত্রের নাম জয়া। সে তোতলা। রুদ্রনীল ঘোষ, অর্থাৎ ভিঞ্চি দার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। রাজকাহিনী ছবির পর সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এটা সোহিনীর দ্বিতীয় কাজ। সেই ছবিতে সোহিনীর চরিত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এক আদিবাসী পতিতা মেয়ের চরিত্র ছিল সেটি। আর ভিঞ্চি দা ছবিতে জয়া অত্যন্ত সাদামাটা মেয়ে। তবে আপাতভাবে সাধারণ হলেও, সে ভিঞ্চি দার মিউজ়, অর্থাৎ অনুপ্রেরণা। ছবি নিয়ে ETV Bharat'এর সঙ্গে খোলামেলা আড্ডা দিলেন সোহিনী।