গডফাদারহীন তারকা সোহম মজুমদার : প্রথম অডিশন দিয়ে নিজেকে কেক উপহার দিই - undefined
ইঞ্জিনিয়ারিং পাশ করে অভিনেতা হয়ে গেলেন সোহম মজুমদার । নিয়মিত থিয়েটারও করেছেন । নাটকের শো-তেই তাঁর অভিনয় দেখে ভালো লাগে পরিচালক কৌশিক গাঙ্গুলির । তখনই 'দৃষ্টিকোণ'-এর জন্য বেছে নেন তাঁকে । আর পিছনে ফিরে তাকাতে হয়নি সোহমকে । আজ আমাদের গডফাদারহীন তারকা সোহম মজুমদার ।
TAGGED:
সোহম মজুমদার