সিদ্ধার্থ মালহোত্র বার্থডে ব্যাশ : গভীর রাতে হাজির বি-টাউন - সিদ্ধার্থ মালহোত্রর জন্মদিন
আজ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রর 35 তম জন্মদিন । আর সেই উপলক্ষ্যে এক জমজমাট বার্থডে পার্টির আয়োজন করলেন অভিনেতা । একাধিক বলিউড সেলেব্রিটি গভীর রাতে হাজির হলেন সিদ্ধার্থের জীবনের এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে । শুধু তারকারাই নন, এদিন সিদ্ধার্থ কেক কাটলেন তাঁর ফ্যানেদের সঙ্গেও । দেখে নিন ভিডিয়ো...