শুটিং কভারেজ : পরের মাসে স্ট্রিমিং, 'হেডকোয়াটার্স লালবাজার'-র শুটিংয়ে বাধা বৃষ্টি - kolkata
কিছু কেস পুলিশ সহজেই সমাধান করে । আবার কিছু মামলা আছে যার সমাধানে কয়েক বছর কেটে যায় । পুলিশের এই পেশায় থাকতে থাকতে তাদের ব্যক্তিগত জীবনের ছন্দও কোথাও হারিয়ে যায় । এমনই পুলিশের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনকে ডিজিটাল পরদায় তুলে ধরছেন পরিচালক সায়ন্তন ঘোষাল । তাঁর এই ওয়েব সিরিজ়ের নাম 'হেডকোয়াটার্স লালবাজার' । সিরিজ়ে দেখা যাবে কলকাতা ও মুম্বইয়ের এক ঝাঁক তারকাদের । ভারত লক্ষ্মী স্টুডিয়োতে চলছে সিরিজ়ের শুটিং ।