উত্তাল মুম্বই, জ্বালানো হল কঙ্গনার পোস্টার - কঙ্গনা রানাওয়াতের খবর
মুম্বই : মুম্বইয়ের রাস্তায় জ্বালানো হল কঙ্গনা রানাওয়াতের পোস্টার । জ্বালালেন শিবসেনার মহিলা কর্মীরা । মুখে কালি লেপে, জুতো মেরে মাটিতে মিশিয়ে দেওয়া হল অভিনেত্রীর ছবি । জোরে জোরে স্লোগানও দেওয়া হল । দেখে নিন ভিডিয়ো...