পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ধারাবাহিক 'নিশির ডাক'-এর সেট ভিজ়িট - নিশির ডাক

By

Published : Nov 26, 2019, 1:11 PM IST

'নিশির ডাক' ধারাবাহিকের গল্পে ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন, যে শ্রীময়ী মা হয়েছে । কিন্তু, সেই বাচ্চা স্বাভাবিক নয় । এবারও নিশি চক্রান্ত করছে ওই ছোটো শিশুকে নিয়ে । যেটা বাড়ির কেউ সহজে মানতে চাইছে না । আবার তার সঙ্গেই তারাকে মারার শত চেষ্টা করে ব্যর্থ হয়েছে নিশি । তাই সে এখন মাঝেমধ্যেই তারার রূপ ধারণ করে পরিবারের মধ্যে বিভেদ ছড়ানোর চেষ্টা করছে । সব মিলিয়ে আগামী দিনের গল্পে রয়েছে নতুন চমক ।

ABOUT THE AUTHOR

...view details