নতুন রূপে দেখা যাবে নিশিকে - bengali serial nishir dak
'নিশির ডাক' ধারাবাহিকে এর আগে দর্শকরা দেখেছিলেন শ্রীময়ী সন্তানসম্ভবা । যদিও ডাক্তারের কথা মতো তার মা হওয়ার কথা ছিল না । কিন্তু, সে মা হতে চলেছে । আর সব কিছুর পিছনেই রয়েছে নিশি । সে তারাকে মারার জন্য শ্রময়ীকে ব্যবহার করছে । এর পাশাপাশি আবার নিশি রূপ পরিবর্তন করেছে । রূপ পরিবর্তনের পর কী হতে চলেছে তা অবশ্য পুজোর পর জানা যাবে ।