ইরাবতী ও আকাশ কি বিরোধ মিটিয়ে ফের কাছে আসতে পারবে ? - bengali serial irabatir chup kotha
ধারাবাহিক 'ইরাবতীর চুপকথা'তে এর আগে দর্শকরা দেখেছিলেন, ঝিলাম বাড়িতে এসে ইরাবতীকে সঙ্গ দিয়ে বাড়ির প্রত্যেকটা মানুষের মুখোশ সবার সামনে খুলে দিয়েছে । আর আগামী সপ্তাহে দর্শকরা দেখতে চলেছেন, ইরাবতীকে বাঁচাতে গিয়ে সম্রাটের গুলি লেগেছে । হাসপাতালে ইরাবতীর পাশাপাশি রয়েছে আকাশ চ্যাটার্জি । সব মিলিয়ে বলতে গেলে এক জমজমাট পরিস্থিতি ।