ধারাবাহিক 'এখানে আকাশ নীল'-এর সেট ভিজ়িট - এখানে আকাশ নীল
'এখানে আকাশ নীল' ধারাবাহিকের গল্পের ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন, উজান ও হিয়া দু'জনেই একে অপরের কাছাকাছি চলে এসেছে । তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে । একদিকে উজান যখন তার টিউলিপ হাসপাতাল নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময়েই হিয়া এই হাসপাতালের ভেতরে ঘটে চলা একটি চক্রান্তের খবর পায় । চক্রান্তের পিছনে থাকা ব্যক্তিকে খুঁজে বের করতে একটি স্টিং অপারেশন শুরু করে । কিন্তু, যে ক্যামেরায় স্টিং অপারেশন চালানো হয়েছিল তার চিপ কেউ চুরি করে সংবাদমাধ্যমকে দিয়ে দেয় । যার জন্য হাসপাতালের নাম খারাপ হয় । এদিকে হিয়ার এই কাজে ক্ষুব্ধ উজান । এবার কি হিয়াকে হাসপাতালে কাজ করার সুযোগ দেবে উজান, নাকি অন্য দিকে মোড় নেবে গল্প ?