রণ ও অনুর বিবাহিত জীবনে আসছে নতুন ঝড়
'চিরদিনই আমি যে তোমার' ধারাবাহিকে দুর্গাপুজোর ঠিক আগে দর্শকরা দেখেছিলেন, রণ ও অনুরাধার বিয়ে সম্পূর্ণ হয়েছে । পাশাপাশি দর্শকদের সামনে এসেছিল একটি নতুন চরিত্র । নাম আবির । এবার সে এসে রণ ও অনুর মধ্যে গড়ে তুলবে এক দেওয়াল । রণ ও অনু কীভাবে এই দেওয়াল ভাঙবে সেটাই দেখার ।