অগ্নি কি পারবে কামিনীকে পরাস্ত করতে ?
'বেদের মেয়ে জ্যোৎস্না' ধারাবাহিকের গল্পে রয়েছে একাধিক টুইস্ট । মায়াবনে সুন্দরীকে দেখে তার প্রেমে পড়েছে অগ্নি । আবার অন্যদিকে বাবার কাছে সে প্রতিজ্ঞা করেছে যে কামিনীকে শেষ করে দেবে । এদিকে জ্যোৎস্নার মেয়ে রোহিনী অনেকটাই বড় হয়ে গেছে । কিন্তু, এখনও সে তার মাকে দেখেনি । তার মধ্যেই একটা সম্পর্ক তৈরি হতে চলেছে অগ্নি ও রোহিনীর মধ্যে । কামিনীকে কি পরাস্ত করতে পারবে অগ্নি ? এখন সেটাই দেখার ।