এখনও বাকি চমক, শেষ হওয়ার পথে 'কেশব' - keshab set visit
ধারাবাহিক 'কেশব'-এ এর আগে দর্শকরা দেখেছিলেন একের পর এক চমক । কেশবকে মারবার জন্য, কখনও কালীকিংকর রায়, কখনও অবিনাশ আবার কখনও প্রাপ্তি চক্রান্ত করছে । কিন্তু, প্রতিবারই সব বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে কেশব । ইতিমধ্যে গল্পে দর্শকরা দেখতে পাচ্ছেন কেশব এর আসল মা এবং পালিত মা দু'জনকেই বাড়ি ছাড়া হতে হয়েছে । গল্পে আসছে আবারও এক নতুন চমক । এদিকে এক বছর ধরে চলার পর আপাতত শেষ হতে চলেছে এই ধারাবাহিক ।