পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Satyr tragopan found in Darjeeling: 178 বছর পর দার্জিলিংয়ের সিঞ্চেল অভয়ারণ্যে মিলল বিলুপ্তপ্রায় পাখি - দার্জিলিংয়ে বিলুপ্তপ্রায় পাখি

By

Published : Dec 6, 2021, 12:35 PM IST

Updated : Dec 6, 2021, 1:18 PM IST

প্রায় 178 বছর পর দার্জিলিংয়ের সিঞ্চেল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ফের দেখা মিলল স্যাটায়ার ট্র‍্যাগোপানের (Satyr tragopan found in Senchal Wildlife Sanctuary)। স্যাটায়ার ট্রাগোপান মুনাল নামে বেশি পরিচিত । বিলুপ্তপ্রায় প্রজাতির পাখির ফের দেখা পাওয়ায় উচ্ছ্বসিত বন আধিকারিক থেকে কর্মীরা ৷ 4 ডিসেম্বর ছিল বন্যপ্রাণী সংরক্ষণ দিবস । আর সেই দিনই একটি কর্মশালায় ওই পাখির সিঞ্চেল অভয়ারণ্যে উপস্থিতির বিষয়ে জানতে পারেন আধিকারিকরা ৷ এরপর ফের পার্কে বসানো হয় ক্যামেরা । তবে শুধু একটা নয় ৷ তিনটি পুরুষ ট্যাগোপানের (satyr tragopan) দেখা মিলেছে বলে জানিয়েছেন আধিকারিকরা । মূলত করোনার কারণে প্রায় দু'বছর বন্ধ ছিল পাহাড়ের পর্যটন (Senchal Wildlife Sanctuary of Darjeeling)। মাঝে একটা বড় সময় লকডাউন ও বিধিনিষেধ ছিল । যে কারণে পাহাড়ে গাড়ি চলাচল কম হয়েছে । কমেছে লোক চলাচল ৷ এতে পরিবেশ দূষণ অনেকটাই হ্রাস পেয়েছে । আর সেই কারণেই ওই বিলুপ্তপ্রায় প্রজাতির পাখির ফের আগমন হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ শ্যাটায়ার ট্র‍্যাগোপান বা মুনাল মূলত হিমালয়ের বুকে থাকা ঘন জঙ্গলের পাখি । নেপাল, ভুটান ও দার্জিলিং এলাকাতেই আগে বেশি দেখা মিলত । দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও সুরত্ন শেরপা বলেন, "আমরা খুব খুশি । 178 বছর পর ফের একবার ট্র‍্যাগোপানের দেখা মিলেছে । আর তা নিশ্চিত করতে ছবি ও ভিডিয়ো রাখা হয়েছে । আমরা আরও নিশ্চিত করতে অভয়ারণ্যে আরও ক্যামেরা বসানোর কাজ শুরু করেছি ।" নেপাল, ভুটান তো বটেই, দার্জিলিংয়ের সিঙ্গালিলা জাতীয় উদ্যানে বাস করে ট্র‍্যাগোপান । সেখান থেকেই ওই তিন মুনাল এসেছে বলে ধারণা বন আধিকারিকদের ।
Last Updated : Dec 6, 2021, 1:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details