বাংলা ধারাবাহিকের জনক অশোক সুরানার স্মরণে সভা - etv
কলকাতা : বাংলা টেলিভিশনে আজ মেগাসিরিয়ালের জনপ্রিয়তার পিছনে প্রধান কারিগর ছিলেন প্রযোজক অশোক সুরানা । আগে ধারাবাহিক তৈরি হত 13, 26 বা 52 সপ্তাহের জন্য । কিন্তু অশোক সুরানার হাত ধরেই বেশি সময় ধরে চলা ধারাবাহিকের কনসেপ্ট পেল বাংলা । এক কথায় তাঁকে বাংলা ধারাবাহিকের পৃষ্ঠপোষকও বলা হয় । তাঁর হাত ধরেই দর্শক পেয়েছে একের পর এক সাহিত্যধর্মী বাংলা ধারাবাহিক । নিজে একজন অবাঙালি হলেও বাংলা সাহিত্যের প্রতি তাঁর ভালোবাসা কেউ ভুলতে পারবে না । 21 জুলাই মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । কলকাতায় তাঁর স্মরণে এক সভার আয়োজন করা হয়েছিল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার, স্বরূপ বিশ্বাস, জন হালদার, অনিন্দ্য সরকার, জোজো, সিধু, দেবশংকর হালদার সহ আরও অনেকে ।