Special : আড্ডায় ডেবিউট্যান্ট পরিচালক ত্রিদিব রমন - udaan
বিগত কুড়ি বছর ধরে স্বপ্ন দেখছেন একটি ছবি তৈরি করার। পরিকল্পনা মতো সেই ছবি তৈরির কাজ শুরু করে দিয়েছেন তিনি। যার বিষয় কথা হচ্ছে তিনি ত্রিদিব রমন। জীবনের প্রথম ছবিটি বাংলায় তৈরি করছেন এই ডেবিউট্যান্ট পরিচালক। ছবির নাম 'উড়ান'। ত্রিদিব রমন ETV Bharat'এর প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন ছবির নানা কথা।
Last Updated : May 8, 2019, 2:32 PM IST