পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"লেখার পর মনে হয়েছিল সৃজিতই এই গল্পটাকে হ্যান্ডেল করতে পারবে" - Vinci Da

By

Published : Apr 9, 2019, 4:35 PM IST

Updated : Apr 9, 2019, 7:42 PM IST

রুদ্রনীল ঘোষ। আমরা সকলেই জানি তিনি একজন তুখোড় অভিনেতা। রুদ্রনীল স্ক্রিনে থাকা মানেই দর্শকের চোখ তাঁর দিকে। তিনি এমন এক অভিনেতা, যাঁকে বেশি স্ক্রিন স্পেস দিলে অন্য অভিনেতারা ভয় কাজ ছেড়ে পালিয়ে যান। চ্যাপলিনের মতো উল্লেখযোগ্য ছবির পর ফের একবার রুদ্রনীলভিত্তিক ছবি আসতে চলেছে 12 এপ্রিল। সৃজিত মুখার্জি পরিচালিত ভিঞ্চি দা। নাম ভূমিকায় রয়েছেন রুদ্রনীল। ভিঞ্চিদার গল্প রুদ্রনীলের। চিত্রনাট্য় নিজের মতো সাজিয়েছেন সৃজিত। তবে এই প্রথম সৃজিত অন্য কারওর গল্পে ছবি তৈরি করলেন। রুদ্রনীল সেই গল্প শেয়ার করলেন ETV Bharat-এর প্রতিনিধির সঙ্গে।
Last Updated : Apr 9, 2019, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details