আমাদের মোবাইলটাই মিথ্যে কথার দোকান : রুদ্রনীল - Tollywood
মুক্তি পেতে চলেছে 'থাই কারি'। অঙ্কিত আদিত্য পরিচালিত এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রুদ্রনীল ঘোষ। একান্ত আলাপচারিতায় রুদ্রনীল শেয়ার করলেন এই ছবির শুটিংয়ের খুটিনাটি বিষয়গুলো। থাইল্যান্ডের থাই কারি যেমন নানারকম মশলার মিশেলে তৈরি হয়, এই ছবিও অনেক মশলার মিশেলে তৈরি সেই চটপটে থাই কারির মতো। রসিকতায় টক্কর দেওয়া মুশকিল রুদ্রনীলকে। তার উপর আবার মজার ছবি 'থাই কারি'। মজার ছবি নিয়ে মজা করে কী বললেন রুদ্রনীল?