সিঙ্গাপুরে জমিয়ে জন্মদিন পালন ঋতুপর্ণার - ঋতুপর্ণা সেনগুপ্তের খবর
রয়েছেন সিঙ্গাপুরে । পরিবার-বন্ধুবান্ধবদের সঙ্গে তাই সেখানেই চুটিয়ে জন্মদিন পালন করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত । একবার নয়, তিন তিনবার কেক কাটলেন অভিনেত্রী । খুশিতে যেন ঝলমল করছেন তিনি । দেখে নিন ভিডিয়োতে...