'গান্ধি' ছবিটি বানাতে সময় লেগেছিল ১৮ বছর - Salt March
২রা অক্টোবর ১৮৬৯ ৷ গুজরাতের পোরবন্দরে জন্মেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধি ৷ সারা বিশ্বের কাছে যিনি মহাত্মা ৷ আজ সারা দেশে মহা সমারোহে পালিত হচ্ছে মহাত্মা গান্ধির সার্ধশতবর্ষ ৷ তাঁকে নিয়ে ভারতের পাশাপাশি বিদেশেও ছবি হয়েছে । তার মধ্যে অন্যতম পরিচালক রিচার্ড অ্যাটেনবরোর ছবি 'গান্ধি' । গান্ধির সার্ধশতবর্ষ উপলক্ষ্যে জেনে নিন এই ছবি সম্পর্কে কিছু অজানা তথ্য...