পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মুক্তি পেল বাংলা ছবি 'নেটওয়ার্ক' - Sabyasachi Chakrobarty

By

Published : Jun 29, 2019, 4:21 PM IST

মুক্তি পেল সপ্তাশ্ব বসুর পরিচালনায় প্রথম ছবি 'নেটওয়ার্ক' । সিনেমা ও টেলিভিশনের হিংস্র জগতে সবাই যেভাবে প্রতিশোধপরায়ন হয়ে উঠেছে তাকে কেন্দ্র করেই 'নেটওয়ার্ক' । এই প্রতিশোধকে কেন্দ্র করেই তৈরি হয়েছে রহস্য । সব্যসাচী চক্রবর্তী ও শাশ্বত চট্টোপাধ্যায়কে দু'টি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে । গতকাল ছবির প্রিমিয়ার শো উপলক্ষে দক্ষিণ কলকাতার একটি শপিং মলে দেখা গেল তারকা সমাবেশ । উপস্থিত ছিলেন সব্যসাচী চক্রবর্তী, অনিন্দ্য় চ্যাটার্জি, ইন্দ্রজিৎ মজুমদার, রিনি ঘোষ সহ আরও অনেকে ।

ABOUT THE AUTHOR

...view details