সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী রামদাস আঠওয়ালে - Rani Singh
আজ সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণ কুমার সিং ও দিদি রানি সিংয়ের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে । এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রামদাস বলেন, "আমার মনে হয় সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেননি । তাঁকে খুন করা হয়েছে । তাঁর পরিবার সুবিচার চাইছে ।"