অসাধু ব্যবসায়ী রুদ্রনীল, সঙ্গে কী করছেন IPS অফিসার অর্পিতা? - Rudranil Ghosh
কলকাতা :দক্ষিণ কলকাতার একটি সাততারা বিলাসবহুল হোটেলে চলছে 'রাইফেল' ছবির শুটিং। ছবির পরিচালক রাজর্ষি দে, যিনি মূলত নারীকেন্দ্রিক ছবি তৈরি করেন। এই ছবির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। 'রাইফেল'ও একটি নারীকেন্দ্রিক গল্প। ছবিতে একজন IPS অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়কে। আর এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে পূজারিণী ঘোষকে। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ। একজন অসাধু ব্যবসায়ীর চরিত্রে তিনি। আর অন্যদিকে নিজের চরিত্রের ব্য়াপারে বেশি কিছু বলতে চাইলেন না পরিচালক-অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্য়ায়। শুধু এটুকু বললেন যে, এখানে তিনি এক রিটায়ার্ড কর্ণেল। ছবির শুটিংয়ে উপস্থিত ছিল ETV ভারত সিতারা।