বাংলার প্রথম স্পিরিচুয়াল থ্রিলার 'পূর্ব পশ্চিম দক্ষিণ (উত্তর আসবেই)', লঞ্চ হল লোগো - Bengali Film
কলকাতা: সামনে এল 'পূর্ব পশ্চিম দক্ষিণ(উত্তর আসবেই)' ছবির লোগো। বাংলা ছবির দর্শক এর আগে এরকম স্পিরিচুয়াল থ্রিলার খুব একটা দেখেননি বলেই অনুমান ছবির শিল্পীদের। ছবির অন্যতম একটি বৈশিষ্ট্য হল এই ছবিতে তিনটে গল্পকে তুলে ধরা হয়েছে দর্শকের সামনে। ছবিতে অভিনয় করছেন টলিউডের বেশ কিছু নামী দামী শিল্পী। ছবি মুক্তি পেতে এখনও বেশ কিছুদিন বাকি। তার আগে এদিন সামনে এল ছবির প্রথম লোগো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুচন্দা ভানিয়া, রিচা শর্মা, পদ্মনাভ দাশগুপ্ত, অর্পিতা চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, দামিনী বসু, আরিয়ান ও ছবির পরিচালক রাজর্ষি দে।