পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

লাইভ পারফর্মেন্সের মাধ্যমে মুক্তি 'পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই'-এর মিউজ়িক - বাংলা ছবির খবর

By

Published : Nov 15, 2019, 4:51 PM IST

22 নভেম্বর মুক্তি পেতে চলেছে সুচন্দ্রা ভানিয়া প্রযোজিত ও রাজর্ষি দে পরিচালিত 'পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই'। তার আগে লাইভ পারফর্মেন্সের মাধ্যমে মুক্তি পেল ছবির মিউজ়িক। মিউজ়িক লঞ্চে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক দেবোজ্যোতি মিশ্র, ইমন চক্রবর্তী, রূপঙ্কর- যাঁরা সরাসরি ছবির মিউজ়িকের সঙ্গে জড়িত। এছাড়াও ছিলেন কমলেশ্বর মুখার্জী, আরিয়ান ভৌমিক,সুচান্দ্র ভানিয়া,পরিচালক রাজশ্রী দে সহ আরও অনেকে। সঙ্গে ছিল ETV ভারত সিতারা। দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details