Public review : কমেডির মোড়কে সামাজিক বার্তা দিল 'উজড়া চমন' - Bala and Ujda Chaman conflict
টাক পড়ে যাচ্ছে মাথায়। এক মধ্যবয়সী যুবকের জন্য এটা খুবই চিন্তার বিষয়। সেরকমই এক যুবকের জীবন ফুটিয়ে তোলা হয়েছে অভিষেক পাঠক পরিচালিত 'উজড়া চমন' ছবিতে। 'সোনু কে টিটু কি সুইটি' খ্যাত সানি সিং এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন। পরের সপ্তাহে 8 নভেম্বর মুক্তি পাবে প্রায় একই কনসেপ্টে তৈরি আয়ুষ্মান খুরানার 'বালা'। তাতে কী? প্রতি সিনেমারই একটা নিজস্বতা থাকে, আলাদা একটা বক্তব্য থাকে। অনেকেই তাই সিনেমা হল ভরিয়েছেন 'উজড়া চমন' দেখতে। কেমন লাগল ছবিটা ? দেখে নিন ভিডিয়োয়...