Public Review : সমাজকে কঠিন প্রশ্নের মুখে দাঁড় করাবে 'সেকশন 375' - সেকশন 375
অক্ষয় খান্না আর রিচা চড্ডা অভিনীত 'সেকশন 375' মুক্তি পেয়েছে আজই। ছবিটি একটি কোর্টরুম ড্রামার উপর ভিত্তি করে। এখানে রিচা এক পাবলিক প্রসিকিউটরের চরিত্রে অভিনয় করছেন, যিনি এক রেপ ভিক্টিমের হয়ে মামলা লড়ছেন। অন্যদিকে রিচাকে ডিফেন্ড করছেন অক্ষয়। সমালোচকদের থেকে ভীষণ ভালো রিভিউ পেয়েছে অজয় বহল পরিচালিত 'সেকশন 375'। দর্শকের মন কতটা ভরল ছবিটায়?
Last Updated : Sep 14, 2019, 12:02 PM IST