Public Review : 5-এর মধ্যে 20 স্টার পেল 'হাউজ়ফুল 4' - হাউজ়ফুল 4-এর রিভিউ
অক্ষয় কুমার..বর্তমানে তিনি এমন এক অভিনেতা যাঁর সমস্ত ছবি সুপারহিট। দেশপ্রেম হোক বা কমেডি, সমস্ত জঁরেই তিনি বাজিমাত করছেন নিজের অভিনয় দক্ষতা ও ক্যারিশ্মাটিক উপস্থিতি দিয়ে। 'হাউজ়ফুল 4' এক আদ্যোপান্ত কমেডি। অক্ষয়ের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন রীতেশ দেশমুখ, ববি দেওল, কৃতি স্যানন, কৃতি খরবন্দা, পূজা হেজ। কেমন লাগল দর্শকের এই ছবি? শুনে নিন তাদের মুখ থেকেই...