Public Review : 26/11-র স্মৃতি ফেরাল 'হোটেল মুম্বই' - হোটেল মুম্বইয়ের খবর
অ্যান্থনি মারাসের পরিচালনায় আজ মুক্তি পেল 'হোটেল মুম্বই'। 2008 সালে মুম্বইয়ের তাজমহল প্যালেসে হওয়া ভয়ানক জঙ্গী হামলাকে কেন্দ্র করে এই ছবি। মুখ্য ভূমিকায় দেব প্যাটেল, অনুপম খের, আর্মি হ্যামারের মতো অভিনেতারা। ট্রেলার দেখেই দর্শকের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল ছবিটিকে ঘিরে। সিনেমা হল থেকে বেরিয়ে তাদের কী মত? খোঁজ নিল ETV ভারত সিতারা।