Public Review : 'মর্দানি ২'-তে রানিই সেরা - Mardaani reaction
মুক্তি পেল 'মর্দানি ২'। প্রথমদিনে দর্শকদের থেকে ভালোই প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি । রানি মুখার্জির অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে । এছাড়া ছবির সংলাপও খুব ভালো বলে জানিয়েছেন তাঁরা । দেখে নেওয়া যাক ঠিক কী বলছেন দর্শকরা...