পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পথ শিশুদের হাতে নতুন জামা তুলে দিলেন প্রসেনজিৎ ও সৃজিত - srijit mukherjee

By

Published : Sep 30, 2019, 5:02 PM IST

দুর্গাপুজো উপলক্ষ্যে পথ শিশুদের হাতে নতুন জামা তুলে দিল একটি পোশাক প্রস্তুতকারী সংস্থা । তাদের উদ্যোগে দক্ষিণ কলকাতার সমাজসেবী ক্লাবের পুজো প্যান্ডেলে আঠারোশো ফুটের 'ওয়াল অফ কাইন্ডনেস' তৈরি করা হয় । সেখানে সংস্থার পক্ষ থেকে ৫ হাজারেরও বেশি পোশাক রাখা হয়েছিল পথ শিশুদের জন্য । আর পথ শিশুদের হাতে সেই পোশাক তুলে দেন প্রসেনজিৎ চ্যাটার্জি ও পরিচালক সৃজিত মুখার্জি ।

ABOUT THE AUTHOR

...view details