'শ্রীঃ শ্রীঃ গুরুবেও নমঃ' সিরিজ়ের নতুন গল্প 'শ্রীঃ আনন্দময়ী মা' - sree sree gurubeo namho
দেবিদাস ভট্টাচার্যের পরিচালনায়ল 'শ্রীঃ শ্রীঃ গুরুবেও নমঃ' সিরিজ়ে দর্শকের জন্য আসতে চলেছে নতুন গল্প 'শ্রীঃ আনন্দময়ী মা' । আধ্যাত্মিক প্রেক্ষাপট অবলম্বনে নতুন এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অরিন্দম ব্যানার্জি, কুমকুম ভট্টাচার্য, বন্নি চক্রবর্তী, অভিজ্ঞান, মধুমিতা গুপ্ত,অনন্যা চ্যাটার্জি, রাজা ভট্টাচার্য, জয়ন্ত দাস, অর্পিতা চৌধুরি, মেঘা, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, উৎপল চ্যাটার্জি সহ আরও অনেকে । 26 তারিখ থেকে ধারাবাহিকটি টেলিভিশনের পরদায় আসতে চলেছে । গতকাল বোড়ালে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ধারাবাহিকের সকল অভিনেতা-অভিনেত্রীরা ও পরিচালক দেবিদাস বন্দ্যোপাধ্যায় ।