বয়ফ্রেন্ড ও মেয়েদের সঙ্গে বল-পুলে মজা সুস্মিতার : ভিডিয়ো ভাইরাল - Share
সোশাল মিডিয়াতে যথেষ্ট অ্যাক্টিভ সুস্মিতা সেন । তিনি প্রায়ই রেনে, আলিশা ও বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গে ছবি শেয়ার করে থাকেন । বর্তমানে দুবাইয়ে পরিাবারের সঙ্গে রয়েছেন তিনি । সেখানে একটি প্লে-হাউসে মজাদার সময় কাটাতে দেখা গেল সুস্মিতাকে । নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি । সেখানে দেখা যাচ্ছে, দুই মেয়ে ও বয়ফ্রেন্ডের সঙ্গে একটি বল-পুলে খেলা করছেন তিনি ।