অনুরাগের সঙ্গে অমিতাভজির কাজ করা উচিত নয় : পায়েল ঘোষ - RPI
পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন পায়েল ঘোষ । এখনও এই ঘটনার তদন্ত জারি রয়েছে । তাঁর মতে, এই মুহূর্তে অমিতাভ বচ্চন সহ বলিউডের একাধিক তারকার উচিত অনুরাগকে বয়কট করা । এই মুহূর্তে অনুরাগের সঙ্গে তাঁদের কাজ না করাই উচিত । আজ কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (A)-তে যোগ দিয়ে একথা বলেন পায়েল ।