চরিত্রহীন 2 : আড্ডায় নয়না - নয়না গাঙ্গুলী
'চরিত্রহীন' ওয়েব সিরিজ়ের সাফল্যের পর আসছে 'চরিত্রহীন 2'। এবারও মুখ্যভূমিকায় থাকছেন নয়না গাঙ্গুলি। তেলুগু, তামিল ইন্ডাস্ট্রি ঘুরে ঘরের মেয়ে এখন মজেছেন বাংলা ওয়েব সিরিজ়ে। বলিউড বা দক্ষিণী সিনেমায় হাতেখড়ি পরিচালক-প্রযোজক রাম গোপাল বর্মার হাত ধরে। আর সেই নয়না গাঙ্গুলিই আজ ETV Bharat-র অতিথি। জমিয়ে আড্ডা দিলেন তিনি। কী বললেন ? দেখুন ভিডিয়োয়।