অর্কর গলায় ক্লান্তি এসে ধরল,উদ্ধার করতে পারবেন দেবজ্যোতি? - Debojyoti Mishra
আগামী কালী পুজোতেই সম্ভবত মুক্তি পেতে চলেছে সুচন্দ্রা ভানিয়া প্রযোজিত ও রাজর্ষি দে পরিচালিত নতুন বাংলা ছবি 'পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই'। ইতিমধ্যেই ছবির শুটিং পুরোপুরি শেষ। পোস্ট প্রোডাকশনের কাজও শুরু হয়ে গেছে। সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্রের সুরে এই ছবিতে সব মিলিয়ে তিনটি গান রয়েছে। গানগুলি গেয়েছেন ইমন চক্রবর্তী,রূপঙ্কর বাগচী ও অর্ক। আজ দক্ষিণ কলকাতার একটি স্টুডিয়োতে হয়ে গেল গানের রেকর্ডিং। সেখানে পাওয়া গেল অর্ক, দেবজ্যোতি, রাজর্ষি ও সুচন্দ্রাকে।