'ব্ল্যাক ডে'-তে কোন লুকে ঋত্বিকা? - বাংলা ছবি
বর্ষালী চ্যাটার্জির দ্বিতীয় ছবি 'ব্ল্যাক ডে'। সেই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ঋত্বিকা, জয়, রূপাঞ্জনা মিত্র। ছবির গল্প নিয়ে ঋত্বিকা বেশি কিছু বলতে না চাইলেও এটা জানা গেল যে, এটি একটি ক্রাইম থ্রিলার। এদিন হয়ে গেল ছবির লুক টেস্ট। দেখে নিন লুক টেস্টের মুহূর্ত।