মুক্তি পেল 'যেতে নাহি দিব'-র গান - song release of jete nahi dibo
মুক্তি পেল ডকু ফিচার ফিল্ম 'যেতে নাহি দিব'-র গান । মহানায়ক উত্তম কুমারের জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে এই ছবিতে । পরিচালনায় প্রবীর রায় । রয়েছেন সুজন নীল মুখার্জি, স্বস্তিকা দত্ত, মল্লিকা সিনহা রায়, শকুন্তলা বড়ুয়া ।