পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নতুন প্রজন্মের প্রতিভাদের জন্য শুরু মোবাইল অ্যাপ সার্ভিস - actors

By

Published : Aug 18, 2019, 1:47 PM IST

এতদিন পর্যন্ত নিজেদের পোর্টফোলিয়ো নিয়ে বিভিন্ন প্রোডাকশন হাউস বা পরিচালকদের কাছে সুযোগের জন্য যেতে হত অভিনেতা-অভিনেত্রীদের । এই সমস্ত কষ্ট থেকে মুক্তি দিতে নতুন প্রতিভাদের জন্য আনা হল একটি মোবাইল অ্যাপ । শাইন প্রোডাকশন হাউসের তরফে এই অ্যাপটি আনা হল । এই অ্যাপের মাধ্যমে উঠতি প্রজন্মের অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকারা তাদের নাম নথিভুক্ত করলে পরিচালক, প্রোডাকশন হাউস এবং প্রযোজকরা তাদের পছন্দমত অভিনেতা-অভিনেত্রী বা গায়ক গায়িকাদের খুঁজে নিতে পারবে । কলকাতায় অ্য়াপটির উদ্বোধনী অনুষ্ঠান হল গতকাল । অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত, দেবদূত ঘোষ ও সুরজিৎ চ্যাটার্জি।

ABOUT THE AUTHOR

...view details