Exclusive : ফেলুদা আর তোপসে এবার প্রতিদ্বন্দ্বী, কী বললেন শাশ্বত? - সপ্তাশ্ব বসু
কলকাতা: 'নেটওয়ার্ক' একটি প্রতিশোধের গল্প। থ্রিলারের মোড়কে প্রতিশোধের এক নতুন ভাষা শোনাবেন পরিচালক সপ্তাশ্ব বসু। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাশ্বত চ্য়াটার্জি ও সব্যসাচী চক্রবর্তী। এছাড়াও রয়েছেন ভাস্কর ব্যানার্জি, রিনি ঘোষ, দর্শনা বণিক প্রমুখ। ETV ভারত সিতারার ক্যামেরায় একান্ত সাক্ষাৎকারে এই ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা শেয়ার করলেন শাশ্বত-রিনি-সপ্তাশ্ব। প্রত্যেকেই স্বীকার করে নিলেন যে, এই ছবির গল্প একেবারেই অন্যরকম। আর সেই গল্পের প্রকৃত স্বাদ নিতে যেতেই হলে সিনেমা হলে। বাড়ির ল্য়াপটপ বা মোবাইলের স্ত্রিনে এই ছবির মজা নেওয়া যাবে না। ছবিটি মুক্তি পাবে ২৮ জুন।
Last Updated : Jun 27, 2019, 10:30 AM IST