"রিয়া ওর মিশনে সফল হয়ে গেছে", ক্ষুব্ধ সুশান্তের দাদা
রিয়া চক্রবর্তীর সাক্ষাৎকার দেখার পর ক্ষুব্ধ সুশান্ত সিং রাজপুতের পরিবার । অভিনেতার দাদা নীরজ কুমার বাবলু মনে করেন যে, সুশান্তকে এই অবস্থায় নিয়ে আসাটাই রিয়ার মিশন ছিল আর সেই মিশনে তিনি আজ সফল হয়ে গেছেন । রিয়ার তোলা প্রতিটা অভিযোগ ওড়ালেন নীরজ । দেখে নিন ভিডিয়ো...