রিয়া ও স্যামুয়েলের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি NCB-র - Rhea residence mumbai
আজ সকালে রিয়া চক্রবর্তীর মুম্বইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) পাঁচ সদস্যের একটি দল । এছাড়া সুশান্ত সিং রাজপুতের সহকারী স্যামুয়েল মিরান্ডার বাড়িতেও অভিযান চালানো হয়েছে।