আমরা সঠিক পথেই তদন্ত করেছিলাম, প্রমাণিত হল : মুম্বই পুলিশ কমিশনার পরম বীর সিং - মুম্বই পুলিশের খবর
মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কোনও খুন নয়, আত্মহত্যা..জানানো হয়েছে AIIMS-এর তরফ থেকে । কিন্তু, অনেকেই এই থিওরি মানতে রাজি নন । তবে আশ্চর্যের বিষয় হল, মুম্বই পুলিশও সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে একই কথা বলেছিল । সেই সময়ও এক শ্রেণীর মানুষ এই সিদ্ধান্তের বিরোধীতা করেছিল এবং CBI-এর তদন্তের দাবি করেছিল । এই প্রসঙ্গে ANI-এর সঙ্গে কথা বললেন মুম্বই পুলিশ কমিশনার পরম বীর সিং । ভিডিয়োয় শুনে নিন তাঁর বক্তব্য...