লাবণ্যের চরিত্রে অভিনয় করাটা আমার কাছে অলৌকিক ব্যাপার : মমতা শংকর - Bengali film
রবীন্দ্রনাথের 'শেষের কবিতা' থেমে গেছিল অমিত-লাবণ্যের বিচ্ছেদে। কিন্তু, যদি তাদের আবার দেখা হয় বৃদ্ধ বয়সে, কেমন হবে সেই মোলাকাত? তার উত্তর দেবে জিৎ চক্রবর্তী পরিচালিত 'শেষের গল্প'। এখানে অমিতের ভূমিকায় সৌমিত্র চ্যাটার্জি আর লাবণ্য মমতা শংকর। আজই মুক্তি পেল ছবিটি। ছবির প্রিমিয়ারে ETV ভারত সিতারা।