'মর্দানি 2' স্পেশাল স্ক্রিনিং : রিয়েল লাইফ হিরোইনদের সঙ্গে রানি - রানি মুখার্জির খবর
মুক্তির আগেই মুম্বইতে হয়ে গেল 'মর্দানি 2'-এর স্পেশাল স্ক্রিনিং। কিন্তু, কারা উপস্থিত ছিলেন জানেন? মুম্বইয়ের এক বিশাল সংখ্যক মহিলা পুলিশ অফিসারকে আমন্ত্রণ করা হল এই ইভেন্টে। আর সেটি হোস্ট করলেন স্বয়ং ছবির হিরোইন রানি মুখার্জি। রানি যেমন এই সমস্ত রিয়েল লাইফ হিরোইনদের দেখে অনুপ্রাণিত হয়ে ছবি বানিয়েছেন, তেমন মহিলা পুলিশ অফিসাররা আপ্লুত রানির অভিনয় দেখে। দেখে নিন ভিডিয়ো...