পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

গডফাদারহীন তারকা মৈনাক : কাজের অভাবে রাস্তায় পেন বিক্রিও করেছি - Mainak Banerjee latest news

By

Published : Dec 13, 2019, 1:50 PM IST

টেলিভিশন থেকে শুরু করে OTT প্ল্যাটফর্ম, বর্তমান প্রজন্মের অন্যতম পরিচিত মুখ মৈনাক ব্যানার্জি। ইন্ডাস্ট্রিতে এসেছেন কোনও গডফাদারের সাহায্য ছাড়াই। সহজ ছিল না। কিন্তু, মৈনাক থেমে যাননি। কাজের অভাবে তিনি রাস্তায় পেনও বিক্রি করেছেন একসময়ে। পুরোনো সময়ের কথা মনে পড়লে এখন কীরকম লাগে? অভিনয় জগতে আসাটাই বা কতটা চ্যালেঞ্জিং ছিল তাঁর জন্য? ETV ভারত সিতারার সঙ্গে খোলামেলা আড্ডায় অভিনেতা মৈনাক ব্যানার্জি।

ABOUT THE AUTHOR

...view details