"ভাবিনি ছেলেটা এত উন্নতি করবে", দেব প্রসঙ্গে বললেন লিলি চক্রবর্তী - Lili Chakrabarty interview
আজই মুক্তি পাচ্ছে লীনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জি পরিচালিত 'সাঁঝবাতি'। ছবিতে মুখ্য ভূমিকায় চারজন, সৌমিত্র চ্যাটার্জি, লিলি চক্রবর্তী, দেব ও পাওলি । বর্তমান সমাজের এক বড় সমস্যা হল বার্ধক্যজনিত একাকিত্ব । ছেলেমেয়েরা তাদের বাবা-মাকে ছেড়ে দূরে চলে যায় পড়াশোনা করতে কিম্বা চাকরিসূত্রে । এরকম এক বাস্তবসম্মত বিষয়বস্তু নিয়ে তৈরি হয়েছে এই ছবি । ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা ও নিজের এত বছরের অভিনয় জীবনের অনেক কথাই শেয়ার করলেন লিলি চক্রবর্তী । দেখে নিন সাক্ষাৎকার...