মহানায়কের বাড়ির লক্ষ্মীপুজোয় নাতিরা, করলেন স্মৃতিচারণা
সেই কবে বাড়িতে লক্ষ্মীপুজো শুরু করেছিলেন উত্তম কুমার । তাঁর প্রয়াণের পরও অব্যাহত সেই ঐতিহ্য । জৌলুস ফিকে হতে দেননি চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা । আজ পুজোর পাশাপাশি ছোটোবেলার স্মৃতিচারণা করেন নাতিরা ।