'কৃষ্ণকলি' ধারাবাহিকের সেটে ETV ভারত, কী বললেন নিখিল? - bengali serial
কলকাতা : 'কৃষ্ণকলি' ধারাবাহিকের সেটে এবার নতুন চমক। একদিকে শ্যামা যে গান গায়, সেটা পরিবারের সামনে আসতে চলেছে আর একই সঙ্গে শ্যামার বৌদির কোলে এসেছে সন্তান। একদিকে যেমন আনন্দ, অন্যদিকে তেমনই টেনশন। কারণ, শ্যামার এই লুকোচুরি কতদিন চলবে সেটা নিয়ে বেশ চিন্তিত নিখিল ও বসন্ত চৌধুরি। সবকিছু নিয়েই কথা বললেন নিখিল। দেখুন ভিডিয়োতে।