শাহরুখের মোমের মূর্তি গড়লেন কেরালার ভাস্কর - shah rukh khan wax statue in kerala
মোম দিয়ে শাহরুখ খানের মূর্তি গড়লেন কেরালার এক ভাস্কর বেবি অ্যালেক্স । তাঁর বাড়ি কোট্টায়ামে । এর আগেও একাধিক জনপ্রিয় ব্যক্তিত্বের মূর্তি গড়েছেন তিনি । সেই তালিকায় রয়েছেন চার্লি চ্যাপলিন, মাদার টেরেজ়াসহ আরও অনেকে । আর এবার ওই তালিকায় যুক্ত হলেন কিং খান ।
Last Updated : Jan 17, 2021, 4:08 PM IST